দিনাজপুরের খানসামায় চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত : ১২ আগস্ট ২০২১
মো: মজনু আলম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: ৩০ লিটার চোলাই মদসহ দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী মনতাজ (৪৫) কে গোপন সংবাদের ভিত্তিতে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (১১ আগস্ট) বুধবার রাতে উপজেলার পাকেরহাট কারিগরী কলেজ এলাকার নিজ বাড়ি থেকে আটক করে থানা পুলিশ সদস্যরা।
মাদক ব্যবসায়ী মনতাজকে আটকের বিষয়টি নিশ্চিত করে ওসি শেখ কামাল হোসেন বলেন, শান্তি প্রিয় খানসামা উপজেলায় মাদক, জুয়া ও অপরাধ দমনে থানা পুলিশ সর্বদা সজাগ আছে। মাদক প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।