মানবিক সাহায্যে এগিয়ে আসুন ছবি দেখেই শরির কাঁপিয়ে উঠে
প্রকাশিত : ১৪ মার্চ ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার রাজনগর উপজেলার ৭নং কামারচাক ইউনিয়নের ২নং ওয়ার্ডের খাস প্রেমনগর গ্রামের খাস প্রেমনগর প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্রী সামিয়া আক্তার (৬) বেঁচে থাকার যুদ্ধে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার ছবি দেখেই শরির কাঁপিয়ে উঠে। অসহায় পরিবারের ৫ সন্তানের মধ্যে সামিয়া আক্তার ৩য়। ২০১৯ সালের প্রথম দিকে ছামিয়ার শরিলে আগুন লেগে জ্বলে যায়।
এ সময় মৌলভীবাজার সরকারি হাসপাতালে ভর্তি করানো হলে ডাক্তার তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সেখানে ভর্তি হওয়ার পরে চিকিৎসার খরচ বাবত লক্ষধিক টাকার প্রয়োজন। কিন্তু সামিয়া’র গরীব-অসহায় পিতার পক্ষে ব্যয়ভার বহন করা অসম্ভব। অসহায় বাবা পরবর্তীতে চিকিৎসা না করে গ্রামের বাড়িতে চলে আসেন। শিশু সামিয়া’র মা কমিরুন নেছা বলেন, আমার মেয়ের চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান, বিত্তশালী, সহযোগী মানুষের কাছে আকুল আবেদন, আমার মেয়েকে চিকিৎসা করে সুস্থ করতে চাই। এজন্য অনেক টাকার প্রয়োজন হয় যা আমাদের পক্ষে অসম্ভব হয়েছে।
আমি সকলের সাহায্য সহযোগিতায় আমার শিশু বাচ্চাটির চিকিৎসা করাতে চাই। তিনি মানবিক সাহায্যের জন্য দেশ-বিদেশের সকল শ্রেণীর মানুষের কাছে পরিবারের পক্ষ থেকে (যোগাযোগের জন্য মোঃ কামরুল ইসলাম দুলাল ০১৭৭৭-৫৪৬৪০৭, মোঃ মঈনুদ্দিন সিদ্দিক ০১৭৭৫-৯৩৭৭৫০, মোঃ বাদশা মিয়া মেয়ের (বাবা) ০১৭৮৮৮৯৫৫৯১, আলিম আল মুনিম ০১৭৪৮-৩০৮২৯৬ অনুরুদ জানানো হয়।