করোনা ও উপসর্গে ৩২ জেলায় আরও ১৩২ জনের মৃত্যু

প্রকাশিত : ১২ আগস্ট ২০২১

গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে দেশের ৩২ জেলায় আরও ১৩২ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চট্টগ্রামে ৯, চাঁদপুরে ৫, কুমিল্লায় ৪, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার ও লক্ষ্মীপুরে ১০ জন রয়েছেন।

রাজশাহী বিভাগে করোনা ও উপসর্গে মারা গেছেন ৯ জন। তাদের ৩ জন রাজশাহীর, ২ জন করে নাটোর ও পাবনার এবং চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর একজন করে রয়েছেন। খুলনা বিভাগে করোনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কুষ্টিয়ার ৯, যশোরের ৮, নড়াইলের ৪, এবং খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ ও মেহেরপুরের ৬ জন।

ময়মনসিংহ বিভাগে করোনা ও উপসর্গে মারা যাওয়া ১৬ জনের মধ্যে ময়মনসিংহের ৮, নেত্রকোনার ৫ এবং শেরপুরের ৩ জন। সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ২১ জন। এদের মধ্যে সিলেটের ১৯ এবং সুনামগঞ্জ ও হবিগঞ্জের একজন করে।

বরিশাল বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের বরিশালের ৮, বরগুনার ৪ এবং পিরোজপুরের দুইজন রয়েছেন। এছাড়া রংপুর বিভাগে করোনা মারা গেছেন ১৫ জন। এদের মধ্যে রংপুর ও ঠাকুরগাওয়ে ৬ জন করে, দিনাজপুরে ২ এবং নীলফামারীর একজন।

আপনার মতামত লিখুন :