গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত : ১১ আগস্ট ২০২১

সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় র‌্যাব-৮ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করে অবৈধভাবে ঔষধ ও পণ্য বেচার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার হরিদেবপুর স্কুল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর কোম্পানী কমান্ডার ও বিএন এর লেফটেন্যান্ট কমান্ডার মো. শহিদুল ইসলাম জানান, গলাচিপা উপজেলার হরিদেবপুর স্কুল বাজার এলাকায় মঙ্গলবার পৌনে দুইটার দিকে র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করে ফার্মেসীতে নমুনা ঔষধ বেচার অপরাধে প্রাথমিক মেডিকেল হল এর মালিক সুশান্ত কুমারকে (৪১) ১৫ হাজার টাকা ও মুদির দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বেচার অপরাধে মা সাজু ঘরের মালিক দিপঙ্কর বিশ^াসকে (৩৮) ৪ হাজার টাকাসহ সর্বমোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

সুশান্ত ওই এলাকার সুকুমার রায়ের ছেলে ও দিপঙ্কর একই এলাকার মৃত সুকুমার বিশ^াসের ছেলে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পটুয়াখালী এর সহকারী পরিচালক ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী মোহাম্মদ সেলিম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭/৫১ ধারায় ওই ব্যবসায়ীদেরকে এ অর্থদন্ড প্রদান করেন।

 

আপনার মতামত লিখুন :