কমলগঞ্জে র্যা বের অভিযানে পলাতক আসামী গ্রেফতার
প্রকাশিত : ১১ আগস্ট ২০২১
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: কমলগঞ্জে র্যা বের অভিযানে বিশেষ ক্ষমতা আইনের ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গত ৮ আগষ্ট রোববার রাত পৌনে ১১টায় গোপনসংবাদের ভিত্তিতে র্যা ব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে এর একটি আভিযানিক দল সঙ্গীয় ফোর্সসহ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল থানার একটি মামলায় (মামলা নং- ১৯, তারিখ-২৪/০৬/২০১৪ইং) ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি মূলে মোঃ আলাল মিয়া (৩৫) নামে এক ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করে। সে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের কালারায়ের চর গ্রামের মৃত হাসিম মিয়া পুত্র।