জাবির নতুন ট্রেজারার অধ্যাপক ড. রাশেদা আখতার
প্রকাশিত : ১০ আগস্ট ২০২১
সাগর কর্মকার, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাশেদা আখতার। বর্তমানে তিনি সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং যৌন নিপীড়ন বিরোধী সেলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১৪ (১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য অধ্যাপক ড. রাশেদা আখতারকে ট্রেজারার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
অধ্যাপক ড. রাশেদা আখতার বলেন, “আমাকে বিশ্ববিদ্যালয়ের এমন একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়ায় মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার উপর অর্পিত এই দায়িত্ব আমি নিষ্ঠা এবং সততার সাথে পালন করতে চাই।” সবকিছু ঠিক থাকলে বুধবার (১১ আগস্ট) অধ্যাপক রাশেদা আখতার দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।