দু’শতাধিক পরিবারের মাছে পপি’র খাদ্য সামগ্রী বিতরন
প্রকাশিত : ১০ আগস্ট ২০২১
পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইম¤িøমেন্টেশন (পপি)করোনাভাইরাসের কারনে ২০০ খতিগ্রস্ত,দুঃস্থ ও অসহায় পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। মঙ্গলবার(১০ আগষ্ট)সকাল ১০টায় অক্টো অফিস সংলগ্ন পপি নারায়ণগঞ্জ সদর শাখায় অনুষ্ঠিত হয় এ খাদ্য সামগ্রী বিতরণ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাউল,১ কেজি ডাল, ৫কেজি আলু,১ কেজি পেয়াজ,১লিটার তেল,১কেজি লবন,সাবান ১টা,হুইল সাবান ২টা ও মাস্ক ৪টি পপি’র সহকারী পরিচালক সঞ্জীব চন্দ্র ভদ্র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আরিফা জহুরা,বিগত আমরা দেড় বছর ধরে বাংলাদেশ সহ সারাবিশ্বে যুদ্ধ করে যাচ্ছি। করোনাভাইরাস সংক্রামণ হয় মানুষের মাধ্যমে তাই বারবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী লকডাউন দিয়ে যাচ্ছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের একজন যেনো না খেয়ে থাকে তার জন্য পর্যায়ক্রমে তিনি বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের মাঝে সহযোগিতা করে যাচ্ছেন। তার এক নিদর্শন আজকের পপি এনজিও এর মাধ্যমে ২০০ জনকে খাদ্য সামগ্রী বিতরণ।তাই আমি সকল এনজিওকে অনুরোধ করবো আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অসহায় ও দুঃস্থদের মাঝে এগিয়ে আসুন।
তিনি সবাইকে মাস্ক ব্যবহার করার অনুরোধ জানিয়ে বলেন,এই করোনা মহামারি থেকে বাঁচতে হলে আমাদের শারীরিক দুরুত্ব বজায় থাকতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে।তাই সবাই মাস্ক ব্যবহার করবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রেস সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক সৈয়দ দিল মোহাম্মদ দিলু,এনায়েতনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ কামরুল ইসলাম,নারায়ণগঞ্জ রিজিওন পপির প্রোগ্রাম ম্যানেজার মোঃ আবুল কালাম গাজী, সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ ফারুক,নারায়ণগঞ্জ সদর শাখার ব্যবস্থাপক মোঃ গোলাম নবী সরদার প্রমূখ।
এর আগে করোনার মহামারিতে প্রথম ধাপে পপি ৩ কোটি টাকার ত্রান ও স্বাস্থ্যসেবা প্রদান করেছিলো সারা বাংলাদেশে।দ্বিতীয় ধাপে ২৫ লাখ টাকার খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে এবং নারায়ণগঞ্জ জেলায় আড়াই লাখ টাকার খাদ্য সামগ্রী প্রদান করা হবে। এছাড়াও পপি বিভিন্ন সমাজ উন্নয়নমুলক কাজ করে যাচ্ছে।