ছারছীনা দরবার শরীফে করোনাভাইরাস থেকে নিরাপদ থাকার বিষয়ে বিশেষ দোয়া ও মুনাজাত
প্রকাশিত : ১৪ মার্চ ২০২০
ছারছীনা থেকে মোঃ আবদুর রহমান: ছারছীনা দরবার শরীফে করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকার বিষয়ে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। গতকাল বাদ জুময়া ছারছীনা দরবার শরীফের স্টেইজে বিশেষ দোয়া ও অনুষ্ঠান পরিচালনা করেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.)।
দোয়া ও মুনাজাতের পূর্বে হযরত পীর ছাহেব কেবলা বলেন- মানুষের ওপর বালা-মুসিবত ও বিপদ-আপদ তাদের পাপ বা অন্যায়ের কারণে এসে থাকে। এটা এ জন্য আসে যে, তারা যেন ভবিষ্যতে পাপ বা অন্যায় করা থেকে সতর্ক হয়ে যায়। আবার কখনো কখনো মানুষের ঈমানি পরীক্ষাস্বরূপ বালা-মুসিবত এসে থাকে। এতে ধৈর্যধারণে তাদের মর্যাদা বেড়ে যায়। এগুলো আল্লাহ তাআলার রহমত।
তবে যখনই কোনো মানুষের বিপদ-আপদ আসবে তখনই মনে করতে হবে তা নিজের অন্যায়, ভুল বা পাপের কারণেই এসে থাকে। আর এ বিপদ-আপদের পরিপ্রেক্ষিতে বান্দাকে হতে হবে আল্লাহর প্রতি বিনয়ী। চাইতে হবে ক্ষমা দয়াময় প্রভুর কাছে। বিপদ-মুসিবতে বা কোনো জটিল সমস্যা দেখা দিলে বেশি বেশি আল্লাহর স্মরণ করা। কোনোভাবেই ইবাদত-বন্দেগি ও আল্লাহর জিকির থেকে গাফেল না হওয়া। তাই দুনিয়ার সব ধরনের বিপদ-আপদ, বালা-মুসিবতে ধৈর্যের মাধ্যমে আল্লাহর জিকির-আজকার ও তার সাহায্য কামনা করা উচিত। প্রিয়নবি (সাঃ)-এর শিখানো দোয়া পড়াও জরুরি।
আল্লাহ তাআলা আমাদেরকে উল্লেখিত নিয়মগুলো পালনের মাধ্যমে তাঁর কাছে সাহায্য প্রার্থনা করার তাওফিক দান করুন। তেমনিভাবে বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি হযরত পীর ছাহেব কেবলা একটি দোয়া পাঠের পরামর্শ দিয়েছেন। প্রাণঘাতী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে, প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই ভয়াবহ ভাইরাস থেকে হেফাজত করুক।
দোয়াটি হলো- আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাছ, ওয়াল জুনুন, ওয়াল জুযাম, ওয়া সায়্যিইল আসক্বাম। (সুনান আবু দাউদ) বাংলা অর্থ: হে আল্লাহ, আমি তোমার নিকট ধবল, কুষ্ঠ এবং উন্মাদনা সহ সব ধরনের কঠিন দূরারোগ্য ব্যাধি থেকে পানাহ চাই। [সুনান আবু দাউদ] এছাড়াও দোয়ায়ে হাসবুনাল্লাহ, দরূদে সাইফুল্লাহ, দোযায়ে ইউনূস ও ইস্তেগফার নিয়মিত পড়ার প্রতি তা’কিদ প্রদান করেন।
দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর আলহাজ্ব মাওঃ মির্জা নূরুর রহমান বেগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওঃ রুহুল আমিন, সোনাকান্দা দরবারের পীর ছাহেব আলহাজ্ব মাওঃ মোঃ মাহমুদুর রহমান হযরত পীর ছাহেব কেবলার ছোট ছাহেবজাদা আলহাজ্ব হযরত মাওঃ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান প্রমূখ।