বাংলাদেশ হিন্দু পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত
প্রকাশিত : ৯ আগস্ট ২০২১
খুলনা, গোপালগঞ্জ, গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুরের প্রতিবাদে, ঢাবি শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জনের ধর্মীয় অনুভুতিতে আঘাতে গ্রেফতার ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন
অদ্য ০৯ আগস্ট ২০২১ খ্রিঃ তারিখ সোমবার সকাল ১১.০০ ঘটিকায় খুলনা, গোপালগঞ্জ, গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুরের প্রতিবাদে, ঢাবি শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জনের ধর্মীয় অনুভুতিতে আঘাতে গ্রেফতারের দাবিতে ও দেশের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত ঘটে যাওয়া হিন্দু নির্যাতনের প্রতিবাদ, সুষ্ঠু বিচার নিশ্চিত ও সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ হিন্দু পরিষদ, কেন্দ্রীয় কমিটির আয়োজনে ঢাকাস্থ প্রেস ক্লাব থেেক শাহাবাগ চত্ত্বর, ঢাকা পর্যন্ত বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু পরিষদের মাননীয় সভাপতি দীপংকর শিকদার দীপুর সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অনুপ কুমার দত্ত, সুসান্ত বর্মন, সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র, মুখপাত্র এডভোকেট সুমন কুমার রায়, উৎপল কুমার দাস, মুক্তিযোদ্ধা দেব দুলাল দাস, বাংলাদেশ হিন্দু যুব পরিষদের সাধারন সম্পাদক অমিত ভৌমিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিলাশ বিশ্বাস, বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ’সহ অঙ্গ-সংগঠনের সর্বশ্রেণীর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
সভাপতি দীপংকর শিকদার দীপু তাঁর বক্তব্যে “এ ঘটনাকে নারকীয় ঘটনা হিসেবে আখ্যা দিয়েছেন এবং বাংলাদেশ নামক অসাম্প্রদায়িক রাষ্ট্রে এমন ঘটনা দেশের জন্য অত্যন্ত লজ্জার। দেশের হিন্দু সম্প্রদায় মৌলবাদের দ্বারা বিভিন্ন অত্যাচারে অতাচারিত ও নির্যাতিত। দেয়ালে পিঠ ঠেকে গিয়াছে, আমরা আর সইতে পারছি না।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনার জানেন, অতীতেও দেখেছেন, হিন্দু জনগোষ্ঠীর উপর কিভাবে নির্মমভাবে অত্যাচার করা হয়! কিভাবে দলবেঁধে হামলা আক্রমণ করা হয়!, আমাদেরকে বাঁচানোর আজ কেউ নেই, প্রতিনিয়ত আমাদের উপর দলবেঁেধ সাম্প্রদায়িক হামলা করছে, বাড়ী-ঘর, মঠমন্দির ভাংচুর, লুটপাট, মহিলাদের শ্লীলতাহানিসহ বিভিন্ন অত্যাচার-নির্যাতন করছে, মারতে মারতে দেশছাড়া করছে, আমরা এদেশের শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে থাকতে চাই, শান্তিতে বাঁচতে চাই, কিন্তু আমরা শান্তিতে থাকতে পারছি না, আপনাদের কলমই হচ্ছে জাতির বিবেক, আপনারদের বস্তুনিষ্ট সংবাদের প্রেক্ষিতে আমাদেরকে বাঁচান, আমরা আপনাদেরকে ভরসার আশ্রয়স্থল হিসেবে মনে করি এবং বিশ্বাস করি, আপনারা বিশ্বসমাজের কাছে আমাদের অত্যাচার নির্যাতনের কথা তুলে ধরুন, আমরা আর সইতে পারছিনা,”- মর্মে বিভিন্ন আকুতি ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র বলেন, শুধু খুলনার রূপসা নয়, গোপালগঞ্জের কোটালিপাড়া নয়, সারা বাংলায় একই চিত্র, প্রতিনিয়ত সাম্প্রদায়িক হামলা বাংলাদেশকে অস্থিতিশীল ও সাম্প্রদায়িক দেশ হিসেবে ক্রমান্বয়ে রূপান্তরিত হচ্ছে। দ্রুত বিচারের দাবীসহ মাননীয় প্রধানমন্ত্রীর প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করছি।
মুখপাত্র সুমন কুমার রায় তাঁর বক্তব্য বলেন, “শোকাহত আগস্ট মাসে হিন্দুদের উপর একের পর এক হামলা, নির্যাতন, দলবেঁেধ সাম্প্রদায়িক আক্রমণ, হিন্দু বাড়ীঘর ভাংচুর-লুটপাঠ, মঠ মন্দির ভাংচুর, দেশত্যাগে ভয়ভীতি প্রদর্শন’সহ মিথ্যা মামলায় গ্রেফতার, চাকুরীচ্যুত প্রভৃতি যেন এক নিত্য ঘটনা। শুধুমাত্র এদেশের হিন্দু সংখ্যায় কম বলে এমন নির্যানতন সইতে হচ্ছে? এটা একটা অসাম্প্রদায়িক রাষ্ট্রের জন্য হুমকীস্বরূপ। অনতিবিলম্বে প্রত্যেকটি ঘটনার আইনগত ব্যবস্থা নিশ্চিতসহ সরকারের নির্বাচনী ইশতেহার মোতাবেক সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের আহবান জানান।
অন্যান্য বক্তারাও সরকার ও প্রশাসনকে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সজাগ দৃষ্টি রেখে চলমান সংখ্যালঘু সম্প্রদায়ের উপর দলবেঁধে মৌলবাদী হামলা, বিভিন্ন নির্যাতন বন্ধ’সহ সরকারের নির্বাচনী ইশতেহার মোতাবেক সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের নিশ্চিতে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি।