কলাপাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব’র জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত : ৮ আগস্ট ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’র জন্মবার্ষিকী পালিত হয়েছে। স্বাস্থবিধি মেনে রবিবার সকাল ৮ টায় স্থানীয় আওয়ামীলীগ দলীয় কার্যলয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা.শহিদুল ইসলাম বিশ^াস, সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, ঢাকা দক্ষিন যুবলীগের সহ-সভাপতি মুরসালিন আহম্মেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়াম্যান শফিকুল ইসলাম বাবুল। এসময় উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’র জন্মবার্ষিকী পালিতে হয়েছে। উপজেলা দরবার হলে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, সহকারি কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল, প্রাথমিক শিক্ষা ইনস্টিটিউট’র পরিদর্শক ফিরোজ আহম্মেদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকলেছুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সিমা, কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট প্রমুখ। সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সকারি কর্মকর্তা ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :