কুয়াকাটার বালুচরে আটকা পড়েছে মৃত ডলফিন
প্রকাশিত : ৮ আগস্ট ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। সমুদ্র সৈকত কুয়াকাটার বালুচরে ভেসে এসে আটকা পড়েছে একটি মৃত ডলফিন। এটির পিঠের দিকটা মেটে এবং নিচের দিকটা সাদা-গোলাপি রংয়ের। প্রায় ৬-৭ ফুট লম্বা ডলফিনটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মুখে রক্তাক্ত এবং জালের ছেড়া অংশ প্যাঁচানো রয়েছে। শনিবার শেষ বিকেলে জোয়ারে তোড়ে কুয়াকাটার জিড়ো পয়েন্ট থেকে পশ্চিম দিকে খাজুরা সৈকতে আটকা পরে।
এর পর স্থানীয় জেলেরা বালুচাপা দিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। স্থানীয়রা জানান, বছরের প্রায় সময় সৈকতে বিভিন্ন প্রজাতির মৃত ডলফিন ভেসে আসে। এগুলোর বেশির ভাগ জালে আটকে বা ট্রলারের সাথে ধাক্কা লেগে মারা যায়। এটিও জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে এমন ধারনা তাদের।
জেলে গাফফার জানান, জোয়ারের পানিতে ভেসে আসা মৃত ডলফিনটির ঠোট রক্তাক্ত ছিল। তার মতে, এটি জেলেদের জালে আটকা পড়েছিল। উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সৈকতে ভেসে আসা ডলফিনটি ঠিক কি কারণে মারা গেছে, তা বলা যাচ্ছে না। মৃত ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।