মাদারীপুরে বঙ্গমাতার জন্মদিন উদযাপন ও সেলাই মেশিন বিতরণ
প্রকাশিত : ৮ আগস্ট ২০২১
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে নানা আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন উদযাপন করা হয়েছে। আজ রবিবার দুপুরে কালকিনি প্রসাশন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে কালকিনি অডিটিরিয়ম ভবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবনী ও কর্ম নিয়ে আলোচনা শেষে কালকিনি মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যেগে উপজেলার ৭জন দুস্থ নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদীহাসান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি মোসাঃ তাহমিনা বেগম, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, সহকারী কমিশনার ভুমি মোঃসাইফুল ইসলাম, পৌর মেয়র এস এম হানিফ, ভাইসচেয়ারম্যান সরদার শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মস্তফা কামাল, প্রকৌশলী রেজাউল করিম, অফিসার ইনর্চাজ ইসতিয়াক আসফাক রাসেল, ওসি তদন্ত নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা এসকান্দার আলী সহ সহ পদস্ত কর্মকর্তা গন।