চিকনিকান্দীর সর্বস্তরের জনগণের ভ্যাকসিন নেওয়ার আহবান জানালেন সাজ্জাদ হোসেন রিয়াদ
প্রকাশিত : ৭ আগস্ট ২০২১
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের সর্বস্তরের মানুষকে করোনা ঝুঁকি দূর করতে কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন নেওয়ার আহবান জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও চিকনিকান্দী ইউনিয়নের দুই দুই বার নির্বাচিত চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন রিয়াদ।
শনিবার (৭ আগস্ট) চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে হ্যান্ড মাইক দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সারি বেধে সবাইকে টিকা নেওয়ার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, দেশে প্রতি নিয়ত বাড়ছে করোনা সংক্রমন। মৃত্যুর হারও পাল্লা দিয়ে বাড়ছে দিন দিন।
সরকার কঠোর লকডাউনের মাধ্যমে করোনা সংক্রমনের হার কমাতে চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু মানুষজন অকারণে ঘর বের হওয়ায় সংক্রমন ঠেকানো কঠিন হয়ে পড়ছে বিধায় সরকার তার স্থান থেকে মানুষের কথা চিন্তা করে কাজ করে যাচ্ছে। দেশের জনগণকে বাঁচাতে বিনামূল্যে করোনা প্রতিরোধী ভ্যাকসিন দিচ্ছে সরকার। চিকনিকান্দী ইউনিয়নের সকলকে ভ্যাকসিন নেওয়ার অনুরোধ করছি।