মিঠাগঞ্জ ছাত্রলীগ নেতার কব্জি কর্তনের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
প্রকাশিত : ৭ আগস্ট ২০২১
কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপায় আলোচিত ছাত্রলীগ নেতা রাকিবুলের কব্জি কর্তনের পরে ঢাকায় চিকিৎসা অবস্থায় মৃত্যুবরন করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত রাকিবুল মিঠাগঞ্জ ইউপির সাফাখালী গ্রামের নাসির মাতুব্বরের ছেলে।
মৃতের স্বজন দের সূত্রে জানাজায়, রাকিবুলকে এমন ভাবে কোপানো হইছে তাতে বাঁচার কোন সম্ভবনা নাই তবে সবচে ক্ষতি হয়েছে পিঠের উপর একটি কোপ পরেছে সেটি ফুসফুসের উপর আঘাত লাগার কারনে এবং দুইটি কিডনি ড্যামেস হওয়ার কারনে তাকে বাঁচানো সম্ভব হয় নানি।
জখমের ১৩ দিন পরে রাকিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার ১১ টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন।