চয়নিকাকে জিজ্ঞাসাবাদের পর মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে
প্রকাশিত : ৭ আগস্ট ২০২১
চয়নিকাকে জিজ্ঞাসাবাদের পর মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। ওই সূত্র জানিয়েছে, চয়নিকা চৌধুরীকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার বেসরকারি একটি টিভিতে সাক্ষাৎকার শেষ করে বের হওয়ার পর গোয়েন্দা পুলিশ পান্থপথ থেকে চয়নিকাকে আটক করে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে।
চয়নিকা চৌধুরী বাংলাদেশের একজন আলোচিত পরিচালক। ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ‘শেষ বেলায়’ নাটকের মধ্য দিয়ে পরিচালনা শুরু করেন তিনি। ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হয় তার। এই সিনেমার নায়িকা পরীমণি।