জয়পুরহাটে ইয়াবাসহ মহিলা আ.লীগ নেত্রী আটক
প্রকাশিত : ১৩ মার্চ ২০২০
জয়পুরহাটের কালাই উপজেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি, ইউপি সদস্য তানজিলা বেগম ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় কালাই উপজেলার একডালা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কালাই উপজেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ও আহমেদাবাদ ইউপি সদস্য তানজিলা বেগম, একই উপজেলার আওড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বাবলু মিয়া।
কালাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত)আব্দুল মালেক জানান, তানজিলা বেগম দীর্ঘদিন ধরেই উপজেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি সদস্যর ক্ষমতার দাপট দেখিয়ে তার সহযোগী বাবলু মিয়াকে দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে একডালা এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।