জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ দীপক কুমার সাহা
প্রকাশিত : ৫ আগস্ট ২০২১
নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জেলা পুলিশের মাসিক কল্যান সভায় পুরুষ্কৃত হয়েছে বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক কুমার সাহা। বৃহস্পতিবার(৫ আগষ্ট)নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ পুরুষ্কারে ভূষিত হয় বন্দর ওসি।
পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার)সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোঃ মোস্তাফিজুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মোঃ আমির খসরু,অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি)মোঃ জায়েদ পারভেজ চৌধুরী,সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ আহমেদ,ফতুল্লা ওসি মোঃ রকিবুজ্জামান, বন্দর ওসি দীপক কুমার সাহা সহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
উল্লেখ্য যে,২০২১ সালের জুলাই মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ওসি বন্দর থানা দীপক কুমার সাহাকে পুরস্কৃত করা হয়। এছাড়াও অন্যান্য ক্যাটাগরিতে বিভিন্ন পদবীর অফিসারদের পুরস্কার প্রদান করা হয়।