গলাচিপায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ৩ আগস্ট ২০২১
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগ অফিস কার্যালয়ে প্রস্তুতিমূলক সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটোর সঞ্চালনায় এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, রেজাউল করিম, সরদার মো. শাহ আলম, আবুল কালাম আজাদ, মাঈনুল ইসলাম রনো, মেহেদী মাসুদ জুয়েল, মো. আলমগীর হোসেন, মো. কাওসার তালুকদার, সমীর কৃষ্ণ পাল, সুশীল চন্দ্র বিশ্বাস, সাজ্জাদ হোসেন রিয়াদ, মো. নাসির উদ্দিন হাওলাদারসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।