গলাচিপায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
প্রকাশিত : ৩ আগস্ট ২০২১
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি। ১৫আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গলাচিপা উপজেলা বে-সরকারী শিক্ষক কর্মচারী সমবায় বহুমুখী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন করে কর্মসূচির উদ্বোধন করেন সমিতির প্রতিষ্ঠাতা ও গলাচিপা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা সমবায় অফিসার মোঃ কামরুল আহসান মিঞা।
এ সময় সমিতির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসাইন, সেক্রেটারী মো হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, প্রভাষক সাদিকুর রহমান, সুমিত্র রঞ্জন সরকার সহ শিক্ষক সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।