ঝিনাইদহে নো স্মোকিং সাইন আঁকা ও বোর্ড স্থাপন কার্যক্রমের উদ্বোধন
প্রকাশিত : ১২ মার্চ ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে ঝিনাইদহে শুরু হয়েছে ‘নো স্মো সাইন অঙ্কন ও বোর্ড স্থাপনের কাজ। বৃহস্পতিবার সকালে শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব।
এসময় কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুষেন্দু কুমার ভৌমিক, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, এইডের তামাক নিয়ন্ত্রন প্রকল্পের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা, এইডের সহকারী পরিচালক তন্ময় কুমার কুন্ডুসহ অন্যান্যরা।
আয়োজকরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয় নিষেধ ও তামাকজাত দ্রব্য বিক্রয় নিয়ন্ত্রণে লাইসেন্সিং ব্যবস্থা কার্যকরের জন্য এ কার্যক্রম সহায়ক ভূমিকা পালন করবে। এজন্য ঝিনাইদহ পৌর এলাকার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে বোর্ড স্থাপন এবংনো স্মো সাইন অঙ্কন করা হবে।