পিয়াসার পর ইয়াবাসহ আরেক মডেল মৌ আক্তার আটক
প্রকাশিত : ২ আগস্ট ২০২১
রাজধানীর মোহাম্মদপুর থেকে মডেল মৌ আক্তার আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (১ আগস্ট) রাতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এই দুই মডেল দুটি ফ্ল্যাট নিয়ে বারিধারা এবং মোহাম্মদপুরে থাকেন। তারা দুই জনই একটি ব্ল্যাকমেইলিং সংঘবদ্ধ চক্রের সদস্য।
সমাজের উঠতি বয়সী ছেলে-মেয়েদের তাদের বাসায় মাদক খাওয়ার ব্যবস্থা করে দেয়। পরে তাদের বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি তোলেন। এসব ছবি দিয়ে তাদের আত্মীয়-স্বজন, বাবা-মাকে ব্ল্যাকমেইল করেন।
তিনি আরও জানান, দুই মডেলের বাসা থেকেই মাদক উদ্ধার করা হয়েছে, তাই তাদের বিরুদ্ধে মাদক মামলা হবে। তাছাড়া তাদের বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং-এর অভিযোগগুলো তদন্ত করা হবে। তবে, তবে আটকের সময়ে মৌ সাংবাদিকদের কাছে দাবি করেন, তার বাসায় কোনো মদ ছিল না।