স্বাস্থ্য বিধি না মানায় কলাপাড়ায় ১২ জনকে অর্থদন্ড
প্রকাশিত : ১ আগস্ট ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় স্বাস্থ্য বিধি না মানায় ১২ জনকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জগৎ বন্ধু মন্ডল।
সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইনে ৭ জনকে ৬৫০ টাকা এবং সড়ক পরিবহন আইনে ৫ জনকে ২৩০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় পুলিশে সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জগৎ বন্ধু মন্ডল বলেন, স্বাস্থ্য বিধি অমান্য করায় ১২ জনকে পৃথক মামলায় সর্বমোট দুই হাজার নয়শত পঞ্চাশ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।