কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২২ জনকে অর্থদন্ড
প্রকাশিত : ১ আগস্ট ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। করোনা সংক্রমন রোধে বিধি নিষেধ অমান্য করায় পটুয়াখালীর কলাপাড়ায় ২২ জনকে ২৩ হাজার ১০০ টাকা অর্থ দন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার সকাল থেকে পর্যন্ত অভিযান চালিয়ে পৌরশহরের নতুন বাজার, নাচনা পাড়া চৌরাস্তা ও মহিলা কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডল।
এসময় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল আইন এবং সড়ক পরিবহন আইনে এ অর্থদন্ড প্রদান করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডল বলেন, করোনা সংক্রমন ও মৃত্যু সংখ্যা বেড়ে যাওয়ায় সংক্রমন প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের এ অভিযান। ২২ টি মামলায় ২৩১০০ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদেও জানান।