গলাচিপায় দিন দিন করোনার সর্বোচ্চ শনাক্তের রেকর্ড
প্রকাশিত : ৩১ জুলাই ২০২১
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় দিন দিন বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। করোনা ভাইরাসের বিস্তার ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চলে। এ যেন উর্দ্ধমুখী অবস্থা। শনিবার (৩১ জুলাই) এক দিনে গলাচিপা ও রাঙ্গাবালীতে করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
এর মধ্যে পৌরসভায় ১৩ জন, চর বিশ্বাস ৩ জন, গজালিয়া ২ জন, ডাকুয়ায় ১ জন, গলাচিপা সদরে ১ জন, গোলখালী ১ জন, কলাগাছিয়ায় ১ জন, রতনদী তালতলীতে ১ জন, চর মোন্তাজ ১ জন, বড় বাইশদিয়া ১ জন ও রাঙ্গাবালীতে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম।