করোনায় আক্রান্ত অভিনেত্রী মেহের আফরোজ শাওন
প্রকাশিত : ৩০ জুলাই ২০২১
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী-সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন। এখন বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। আজ শুক্রবার দুপুরে ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, আমার কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। এরপর থেকেই তার ভক্ত অনুরাগীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়৷ শোবিজ অঙ্গনের অনেকে মন্তব্যের ঘরে তার দ্রুত সুস্থ হয়ে উঠার প্রার্থনা করছেন।
প্রসঙ্গত, গেল ঈদুল আজহা উপলক্ষে ‘নিশা লাগিলোরে’ শিরোনামের গানে কণ্ঠ দেন শাওন। এখানে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন চঞ্চল চৌধুরী। হাছন রাজার কালজয়ী এ গানের সংগীতায়োজন করেন দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়া। গত ১৯ জুলাই ইউটিউবে মুক্তি পায় গানটি। এখন পর্যন্ত গানটির ভিউ দাঁড়িয়েছে প্রায় ৩০ লাখ।