কলারোয়ায় পথচারীদের মধ্যে ছাত্রলীগের মাস্ক বিতরণ
প্রকাশিত : ৩০ জুলাই ২০২১
জুলফিকার আলী, কলারোয়া সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করছে উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। শুক্রবার (৩০জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়া পৌর বাজারের বিভিন্ন স্থানে ওই মাস্ক বিতরণ করা হয়। কলারোয়া পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার ইমরান হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই মাস্ক বিতরণের উদ্বোধন ঘোষনা করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন-উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীমুজ্জামান টিপু, সরকারী কলেজ ছাত্রলীগের নেতা রাকিবুল হাসান সেজান, পৌর ছাত্রলীগনেতা সাজ্জাদুল ইসলাম সিপন, ছাতলীগনেতা আকিফুর রহমান জয়, নাইম, রায়হান, রাসেল, সাগর ও দবির প্রমুখ।