বান্দরবানের নিম্নাঞ্চল ডুবে গেছে পাহাড়ধসের আশঙ্কা
প্রকাশিত : ২৯ জুলাই ২০২১
টানা তিন দিনের বর্ষণে ডুবলো বান্দরবান শহরের নিম্নাঞ্চল। এছাড়াও ডুবেছে লামা, আলীকদম এবং নাইক্ষ্যংছড়ির বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চল। এতে বন্ধ হয়ে গেছে সব ধরনের যান চলাচল। ভারী বর্ষণে পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে পুরো জেলাজুড়ে। এছাড়াও পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় অর্ধলক্ষ মানুষ। নতুন করে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা। সোমবার (২৬ জুলাই) মধ্যরাত থেকে ভারী বর্ষণ শুরু হয়। থেমে থেমে টানা তিন দিনের ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে।
এদিকে সড়কে পানি ওঠায় ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। স্বাস্থ্যকর্মী, জরুরি সংবাদপত্রের গাড়িসহ মোটরসাইকেল আরোহীরা নৌকায় করে চলাচল করছেন। বিভিন্ন জায়গায় ছোটখাটো পাহাড়ধসের ঘটনাও ঘটেছে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সরেজমিন দেখা গেছে, বান্দরবান পৌরসভার আর্মিপাড়া, মেম্বারপাড়া, হাফেজঘোনা, শেরেবাংলা নগর, বনানী সমিল এলাকা, ইসলামপুর, কালাঘাটার ড্রাইভার পাড়া, ক্যাচিংঘাটাসহ শহরের নিম্নাঞ্চল ডুবে গেছে। বৃষ্টি না থামায় এসব এলাকার অবস্থার অবনতি হচ্ছে।
এছাড়াও লামা-আলীকদমের লাইনঝিরি, শিলেরতুয়া, সিবাতলী, দরদরাঝিরি এলাকা, রুমা, থানচি এবং নাইক্ষ্যংছড়ির বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চল ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি বলেন, ‘বন্যাদুর্গতরা বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও বিদ্যালয়ে আশ্রয় নিচ্ছে। এছাড়াও সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্কুল-কলেজ পরিষ্কার করে খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার রাখা হয়েছে বলেও জানান তিনি।