করোনা কেড়ে নিল অন্তঃসত্ত্বা বিচারকের প্রাণ
প্রকাশিত : ২৯ জুলাই ২০২১
ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার। একই আদালতে একই পদে একই বেঞ্চে কর্মরত ছিলেন স্বামী কে এইচ এম ইমরানুর রহমান। তারা একই বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। তাও আবার একই বিষয়ে। চাকরিও নিয়েছিলেন একসঙ্গে বিচার বিভাগে। পরিবারের সম্মতিতে বিয়েও করেছিলেন দুজনে। দীর্ঘদিন কাটিয়েছেন একসঙ্গে। কিন্তু সর্বনাশা করোনা আজ তাদের চিরতরে বিচ্ছিন্ন করে দিয়েছে। স্বামী ফিরলেন করোনা জয় করে। আর সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী হেরে গেলেন করোনার কাছে।
সানিয়া আক্তারের বাড়ি নারায়ণগঞ্জ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার স্বামী কে এইচ এম ইমরানুর রহমান একই বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৭ সালে তিনি বিচার বিভাগে যোগদান করেন। তার পরের বছর ২০১৮ সালে ১ মার্চ বাংলাদেশ বিচার বিভাগে যোগদান করেন সানিয়া আক্তার। দুই বছর ছয় মাস আগে তারা পারিবারিক সিদ্ধান্তে বিয়ে বন্ধনে আবদ্ধ হন।
শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার এইচ এম সাইফুল ইসলাম বলেন, সানিয়া আক্তার সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। েএ কারণে সানিয়া আক্তারের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল কম। তাঁর প্রচুর শ্বাসকষ্ট ছিল। হাই-ফ্লো নেজাল ক্যানোলা দিয়ে তাঁর শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বুধবার সকাল ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
জানা যায়, গত ১২ জুলাই ঝালকাঠি সদর হাসপাতালে স্বামী-স্ত্রী র্যাপিড অ্যান্টিজেন টেস্টের জন্য নমুনা দেন। তারা দুজনেই করোনা পজিটিভ নিশ্চিত হন। অন্তঃসত্ত্বা হওয়ায় ১২ জুলাই সানিয়া আক্তারকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৬ জুলাই তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে নিয়ে আসা হয়।
সানিয়ার লাশ যখন করোনা ওয়ার্ড থেকে ফ্রিজ ভ্যানে তোলা হচ্ছিল, তখন বিচারক স্বামীর আবেগঘন কান্নায় গোটা এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। যখন ভ্যানে লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, তখন স্বামী লাশবাহী ভ্যানের পেছন পেছন দৌড়ে ছুটছিলেন। পাশে থাকা স্বজন আর সহকর্মীরা তাকে সান্ত্বনা দেওয়ার ব্যর্থ চেষ্টা করছিল।
সানিয়া আক্তারের মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।