কলাপাড়ায় এক ছাত্রলীগ নেতার কব্জি কর্তন
প্রকাশিত : ২৯ জুলাই ২০২১
ইমন আল আহসান, কলাপাড়া: কলাপাড়ায় ছাত্র রাজনিতীর দুই গ্রুপের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আজিমউদ্দিন সুইজ গেটের উপরে ২৮ জুলাই রাত ৯টার দিকে রাকিবুল ইসলাম (২২) নামের এক ছাত্রলীগ নেতাকে রায়হান গ্রুপ গংরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাকিবের ডান হাত বিচ্ছিন্ন করে।
এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় রাকিব কে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন। এ ব্যাপারে কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনা নিশ্চিত করে জানান ঘটনা স্থলে পুলিশ পৌঁছেছে, অভিযোগ পেলে আইনী ব্যাবস্থা গ্রহণ করা হবে।