টি টুয়েন্টি সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রকাশিত : ২৫ জুলাই ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগতিক জিম্বাবুয়ের বিরুদ্ধে ৫ উইকেটে জয়লাভ করে টি টুয়েন্টি সিরিজ জিতে নেওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় আজ, ক্রিকেট প্রেমী প্রধানমন্ত্রী জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়ে বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ এবং জাতীয় দল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন জানান।
শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ দলের এই জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে। গত ২২ জুলাই অনুষ্ঠিত প্রথম প্রথম টি টুয়েন্টিতে বাংলাদেশ ৮ উইকেটে জয়লাভ করে। ঠিক পরের দিন ২৩ জুলাই অপর টি টুয়েন্টি ম্যাচে ২৩ রানে পরাজিত হয় এবং তৃতীয় এবং শেষ ম্যাচে আজ ৫ উইকেটে জয়লাভ করে।
এরআগে টেষ্ট সিরিজে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত একমাত্র টেষ্ট ম্যাচটিতে বাংলাদেশ ২২০ রানে জিতে নেয় এবং তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে।