আওয়ামী লীগের পদ হারালেন হেলেনা জাহাঙ্গীর
প্রকাশিত : ২৪ জুলাই ২০২১
দলের নিয়মনীতি ভঙ্গ করায় আওয়ামী লীগের নারী বিষয়ক উপকমিটির সদস্য পদ হারিয়েছেন হেলেনা জাহাঙ্গীর। শনিবার তাকে অব্যাহতি দেওয়ার খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলটির নারী বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি।
তিনি জানান, সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে। সেই কারণেই তাকে উপকমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।