গলাচিপায় প্রধান মন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে “পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর” কর্মসূচির উদ্বোধন
প্রকাশিত : ১২ মার্চ ২০২০
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনা “পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর” কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, একটি অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের জন্য সর্ব প্রথম প্রয়োজন যোহাযোগ ব্যবস্থা উন্নয়ন। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে প্রধান মন্ত্রীর এ উদ্বোধন অনুষ্ঠানের সম্প্রচার করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম।
এ সময়ে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা টিটো, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. রফিকুল আলম, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান হাজী মু. মজিবর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ, উপজেলা প্রকৌশলী মো. আতিকুর রহমান তালুকদার, উপজেলা মাধ্যমি শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, বনিক সমিতির আহবায়ক আবুল কালাম মো. ঈসা,গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ি কমিটির সভাপতি দিলিপ বনিক, উপজেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।