সাপাহারে পর্যটক কেন্দ্রে উপজেলা প্রশাসনের অভিযান
প্রকাশিত : ২৪ জুলাই ২০২১
হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ঈদ উৎসবে পর্যটন কেন্দ্র আনন্দে মেতে ওঠা দর্শনার্থীদের ভিড়ে করোনার সংক্রমণ রোধে মানুষের সমাগম কমাতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন। । আজ শুক্রবার বিকেলে উপজেলার জবই বিল এলাকায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বিনোদন কেন্দ্র এবং জনসমাগমস্থলে অভিযান পরিচালনা করা হয়।
ঈদের প্রথম দিন হতে তৃতীয় দিন পর্যন্ত পর্যটন এলাকাগুলো জনসমাগম থাকলে সরকারি বিধি নিষেধ কার্যকর করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সাপাহার থানা পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে আজ বিকেলে অভিযান পরিচালনা করে বাড়তে থাকা মানুষের ভিড় পন্ডুল করতে সক্ষম হয় উপজেলা নির্বাহী অফিসার।
এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে। যারা আইন মানছেন না তাদের জরিমানার আওতায় আনা হচ্ছে।