দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাসের দীর্ঘ সারি

প্রকাশিত : ২২ জুলাই ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটে নদী পারের অপেক্ষায় রয়েছে শতাধিক যাত্রীবাহী বাস। বাসগুলোকে ঘণ্টার পর ঘণ্টা রোদের মধ্যে অপেক্ষা করতে হচ্ছে ঢাকা-খুলনা মহাসড়কে দৌলতদিয়াড় অংশে। দীর্ঘ সময় অপেক্ষা করার ফলে চরম বিপাকে পড়েছেন যাত্রী ও চালকরা। বৃহস্পতিবার সরেজমিন দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া ৩নং (জিরো পয়েন্ট) ফেরি ঘাট থেকে দৌলতদিয়া মডেল হাই স্কুল পর্যন্ত অপেক্ষা করছে দূরপাল্লার বাসগুলো।

দীর্ঘ সময় মহাসড়কে রোদের মধ্যে অপেক্ষা করতে করতে চরম বিপাকে পড়েছে যাত্রীর। অনেকেই বাস থেকে নেমে তারা নদী পার হচ্ছেন। কমফোট লাইনের যাত্রী আদনান রহমান দেশ রূপান্তরকে বলেন, ২৩ তারিখ থেকে শুরু হচ্ছে লকডাউন তাই পরিবার নিয়ে ঢাকাতে চলে যাচ্ছি। কিন্তু ঘাটে এসে দেখছি বাসের বিশাল সিরিয়াল, এই গরমে বাচ্চাদের নিয়ে বাসের ভেতর বসে থাকা যাচ্ছে না। ঘণ্টাখানেক হলো এখনো ফেরির দেখা পাইনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, আগামী ২৩ জুলাই আবার কঠোর লকডাউন শুরু হচ্ছে, যারা বাড়িতে গিয়েছিল তারা নিজ নিজ কর্মস্থলে যাচ্ছে তাই ঘাট এলাকাতে আজ যানবাহনের চাপ বেড়েছে। তবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি চলাচল করছে। আমরা বাসগুলোকে সিরিয়াল মেনে নদী পার করাচ্ছি।

 

আপনার মতামত লিখুন :