বন্দরে ৫৪জন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যাক্তির মাঝে চেক বিতরণ

প্রকাশিত : ২০ জুলাই ২০২১

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সমাজ কল্যাণ পরিষদ থেকে বাস্তবায়িত ক্যান্সার, সিরোসিস, কিডনী ডায়ালাইসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোক, প্যারালাইজডসহ ৬টি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রত্যেককে ৫০ হাজার টাকার করে চেক প্রদান করা হয়।

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের হাতে এসব চেক তুলে দেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ রশিদ।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ফয়সাল কবিরের তত্ত¡াবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার। সর্বমোট ৫৪জন রোগীর মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়।

 

আপনার মতামত লিখুন :