পটুয়াখালীর গলাচিপায় ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন
প্রকাশিত : ২০ জুলাই ২০২১
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় সোমবার (১৯ জুলাই) বিকালে আছরের নামাযের পরে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতাল সড়কে দি নিউ লাইফ ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার নামে একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে। ক্লিনিক মালিক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ক্লিনিকের পরিচালক শাহিন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আ. খালেক মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ, গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান মিয়া, সহ-সভাপতি মো. রেজাউল করিম, বীর মুুক্তিযোদ্ধা নিজামউদ্দিন তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম ধলা, গলাচিপা পৌরসভার প্যানেল মেয়র আঞ্জুমান আরা করুনা, পৌর কাউন্সিলর সমির কৃষ্ণ পাল, পৌর কাউন্সিলর গোলাম সরোয়ার আঁখি, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।