আমতলী বকুলনেছা মহিলা কলেজের নতুন অধ্যক্ষ মোঃ ফোরকান মিয়া
প্রকাশিত : ১৯ জুলাই ২০২১
আমতলী (বরগুনা) প্রতিনিধি। বরগুনার আমতলী উপজেলার একমাত্র নারী শিক্ষার প্রতিষ্ঠান বকুলনেছা মহিলা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে মোঃ ফোরকান মিয়াকে মনোনয়ন দিয়েছেন। আজ (সোমবার) কলেজ পরিচালনা কমিটির বৈঠকে এ সিন্ধান্ত নেয়া হয়।
আজ (সোমবার) বেলা ১২টায় বকুলনেছা মহিলা কলেজের হলরুমে কলেজ পরিচালনা কমিটির নতুন সভাপতি মাকসুদা আক্তার জোসনার সভাপতিত্বে গভনিং বডির সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজটির পরিচালনা কমিটির সদস্যসহ অধিকাংশ শিক্ষক উপস্থিত ছিলেন। সভায় সর্বম্মতিক্রমে ওই কলেজের বর্তমান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মজিবর রহমানের পরিবর্তে মোঃ ফোরকান মিয়াকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি মাকসুদা আক্তার জোসনা মুঠোফোনে বলেন, আজকে কলেজ পরিচালনা কমিটির সভায় অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মজিবর রহমানের পরিবর্তে মোঃ ফোরকান মিয়াকে অধ্যক্ষ পদে দায়িত্ব দেয়া হয়েছে।