আমতলীতে প্রধানমন্ত্রী পক্ষ থেকে ঈদ সহায়তার বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ
প্রকাশিত : ১৯ জুলাই ২০২১
আমতলী (বরগুনা) প্রতিনিধি। বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের ৪১১৮টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া ঈদ সহায়তা পরিবার প্রতি ১০ কেজি করে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। আজ (সোমবার) বেলা ১০টায় কুকুয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন উপজেলা আওয়ামীলীগের সদস্য ও কুকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার।
ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪১১৮টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ সহায়তার বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, সাধারণ ও সংরক্ষিত ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
কুকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া ঈদ সহায়তার বিশেষ ভিজিএফ’র ১০ কেজি করে চাল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪১১৮টি পরিবারের মধ্যে বিতরণ করা হয়।