ঝিকরগাছার দারুল উলুম কামিল মাদরাসা প্রাঙ্গনে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত : ১৯ জুলাই ২০২১

করোনার এই মহাসংকটে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মোঃ আনোয়ার হোসেন এর সহযোগিতায় যশোরের ঝিকরগাছা উপজেলা যুবলীগ এর উদ্যোগে আজ সকাল ১১ টায় ঝিকরগাছার দারুল উলুম কামিল মাদরাসা প্রাঙ্গনে ১০০০ অসহায় -দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক বলেন-রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যুবলীগের নেতা-কর্মীরা করোনার এই মহাসংকটে অসহায়-দুস্থ মানুষের পাশে রয়েছে। সব ধরণের সংকটে মানুষের পাশে থাকবে যুবলীগ।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশীদ, মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক (ঢাকা-খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা) সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক এড. ড. শামীম আল সাইফুল সোহাগ (খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা), প্রচার সম্পাদক জয়দেব নন্দীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

আপনার মতামত লিখুন :