দশমিনায় পরিচিতি সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত
প্রকাশিত : ১৭ জুলাই ২০২১
সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।। প্রথম ধাপে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ সমার্থিত নৌকা প্রর্তীকে নব-নির্বাচিত চেয়ারম্যান মো. কাজী আবুল কালামসহ সকল সাধারন ও সংরক্ষিত সদস্যদের পরিচিতি সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় গছানী মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ পরিচিতি সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
পরিচিতি সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক বাবু গৌতাম রায়, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সভাপতি কাজী শাহজাহান, বাঁশবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি কাজী আনোয়ার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. কাজী কালাম ও সকল সংরক্ষিত ও সাধারন সদস্যসহ স্থানীয় গন্যমান ব্যক্তিবর্গ।