দশমিনায় ইউপি সদস্যদের শপথ গ্রহণ
প্রকাশিত : ১৬ জুলাই ২০২১
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া, বহরমপুর ও আলীপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সাধারন-২৬ ও সংরক্ষিত-৯জন সদস্য শপথ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা প্রশাসন সম্মেলনকক্ষে এ শপথ অনুষ্ঠান হয়।
এ সময় থানা ওসি জসীম, উপজেলা ভাইস চেয়ারম্যান সামচ্ছুনাহার খান ডলি, ভাইস চেয়ারম্যান মো. নাসির উদ্দিন পালোয়ান, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান কাজী আবুল কালাম, বহরমপুর ইউপি চেয়ারম্যান আসাদ্দুজ্জামান ও আলীপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রহমান সাগরসহ অরও অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে পটুয়াখালী জেলা প্রশাসক হল রুমে বেলা ১২টায় নব-নির্বাচিত তিন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। তবে বহরমপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে দুই প্রার্থী সমপরিমান ভোট পাওয়ায় পুনরায় নির্বাচনের জন্য ওই ইউপির সাধারন সদসস্য শপথ নিতে পারেননি।
নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন। উল্লেখ্য ২১ জুন প্রথম ধাপে উপজেলার ৩টি ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থীত-১ ও বিদ্রোহী-২ প্রার্থী বিজয়ী হয়।