ঝালকাঠি জেলা বিএনপি’র করোনা হেল্প সেন্টার স্থাপন
প্রকাশিত : ১৬ জুলাই ২০২১
জাকির সিকদার, ঝলকাঠি: ঝলকাঠি জেলায় সম্প্রতি করোনা লকডাইনে গত ২ সপ্তাহে ১৮৮ মামলায় ২১৯ জনকে ১ লক্ষ ১৫ হাজার ১৮০ টাকার জরিমানা করেছেন প্রশাসন।
অপনদিকে করোনা তো শেষ নয়, সেই চিন্তা করে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন কে আহ্বায়ক করে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে ২১ সদস্যের করোনা হেল্প সেন্টার পরিচালনা কমিটি গঠনের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়েছে।
বিএনপি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী করোনা দুর্যোগ মোকাবেলায় হেল্প সেন্টারের মাধ্যেম ফ্রী দিবে কাজগুলো হলো, জনসাধারণ কে সচেতন করা, মাক্স, হান্ড স্যানিটাইজার বিতরণ, অসহায় দরিদ্র রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ, জনসাধারনকে টিকা গ্রহনের জন্য রেজিস্ট্রেশনে সহায়তা করা,
অক্সিজেন সেবা প্রদান এবং মুমূর্ষু রোগী পরিবহনের জন্য এম্বুলেন্স সেবা প্রাপ্তির জন্য সহায়তা প্রদান কর্মসূচী গ্রহণ করা হয়েছে।তবে রাজনৈতিক নেতাদের বক্তব্য সরকারের সহানুভুতিশীল থাকলে মাঠে পুলিশের হযরানী না হলে এ সেবা অব্যাহত থাকবে।