বেগম রাজিয়া নাসের অক্সিজেন ব্যাংকের উদ্ধোধন করলেন মেয়র মনিরুল হক তালুকদার
প্রকাশিত : ১৫ জুলাই ২০২১
আবদুস সালাম, বাগেরহাট: প্রাণঘাতী করোন ভাইরাস দুর্যোগে অক্সিজেন সংকট নিরসনে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভার মেয়র এসএম মনিরুল হক তালুকদারের উদ্যোগে উদ্বোধন করা হয়েছে বেগম রাজিয়া নাসের অক্সিজেন ব্যাংক।
বুধবার বিকেলে পৌরসভা চত্বরে বেগম রাজিয়া নাসের অক্সিজেন ব্যাংক উদ্বোধনীতে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোতালেব হোসেন ফকির, শংকর কুমার রায়, আজিজুর রহমান মিলন, রেদোয়ান মাতুব্বর, শাহিন শেখ, ইউনুস আলী সরদার, ওলিউর রহমান সুজন, উপজেলা তাঁতীলীগ সাধারণ সম্পাদক কেএম শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মহিদুজ্জামান মহিদ, সাধারণ সম্পাদক নূরুন্নবী পরাগ প্রমুখ।
একই দিনে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এমপির উদ্যোগে করোনায় কর্মহীন পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯শ’ খাদ্য পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।