গলাচিপায় নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ অনুষ্ঠান সম্পূর্ণ
প্রকাশিত : ১৫ জুলাই ২০২১
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি। পটুয়াখালীর গলাচিপা উপজেলার আওয়ামীলীগ এর সমর্থীত নৌকা মার্কার চার’টি নব- নির্বাচিত ইউপি চেয়ারম্যান এবং সাধারণ ও সংরক্ষিত সদস্যদের ১৫ জুলাই ২০২১ইং বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন শপথ পাঠ করান।
এসময়ে সাবেক ও বর্তমান ৭নং চিকনিকান্দী ইউপি চেয়ারম্যান সাজ্জদ হোসেন রিয়াদ, গোলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন, আমখোলা ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মনির এবং রতনদী তালতলী ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তাফা শপথ গ্রহন করেন। এদিকে বিকেল চার চারটার সময়ে গলাচিপা উপজেলা মিলনায়তন হল রুমে নব- নির্বাচিত ইউপি সদস্যদের ১৫ জুলাই বৃহস্পতিবার শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিন শাহ্, গলাচিপা উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি অধ্যক্ষ সন্তোষ কুমার দে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন মোল্লা, গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন সমবয় কর্মকর্তামাহবুব হাসান শিবলী। উল্লেখ্য গত ২১’জুন ২০২১ ইং অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে আজ ১৫ জুলাই শপথ অনুষ্ঠান সম্পূর্ণ হয়।