এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
প্রকাশিত : ১৫ জুলাই ২০২১
করোনার পস্থিতির কারণে আটকে যাওয়া এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল শিক্ষা মন্ত্রণালয়।বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই সিদ্ধান্ত জানিয়ে দেন। এ সময় তিনি বলেন, করোনা পরিস্থিতি অনুকূলে আসলে সংক্ষিপ্ত সিলেবাসে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়ার চিন্তা রয়েছে।
তিনি আরও বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে। অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা সিলেবাস শেষ করতে পারবে। পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে অ্যাসাইনমেন্টের ফল ও সাবজেক্ট ম্যাপিং থেকে ফলাফল হতে পারে। তখন সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।