চুয়াডাঙ্গায় করোনায় মৃত ব্যাক্তির দাফন কাজে এ্যাম্বুলেন্স ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান
প্রকাশিত : ১৩ জুলাই ২০২১
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্তে মৃত ব্যাক্তিদের দাফন কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন তাকওয়া ফাউন্ডেশনের নির্ভিক সৈনিকদের যাতায়াতের জন্য এ্যাম্বুলেন্স ও স্বাস্থ্য সুরক্ষার জন্য পিপিই প্রদান করেছে তারা দেবী ফাউন্ডেশন।
আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেকের মাধ্যমে তাকওয়া ফাউন্ডেশনের নেত্ৃৃবৃন্দের যাতায়াতের জন্য এ্যাম্বুলেন্স ও স্বাস্থ্য সুরক্ষার ১০ টি পিপিই প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, চেম্বার অফ কমার্সের পরিচালক সালাউদ্দিন মিঠু,তাকওয়া ফাউন্ডেশনের পরিচালক মৌলানা তারিক মাহমুদ, সহসভাপতি মোতাচ্ছিম বিল্লাহ,সেক্রেটারি তানভীর তন্ময়, কোষাধ্যক্ষ তৌফিক এলাহী,সদস্য হাবিব শাওন,তৌকির ও মারুফ আহম্মেদ।