বাঁশখালী উপকূলে নিষিদ্ধ সময়ে ধরা ৭৫ মণ মাছ জব্দ
প্রকাশিত : ১২ জুলাই ২০২১
বঙ্গোপসাগরের বাঁশখালী উপকূলে নিষিদ্ধ সময়ে মাছ ধরায় দুই ফিশিং বোট (মাছ ধরার নৌকা) মালিককে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে নৌকাগুলো থেকে ৭৫ মণ মাছ জব্দ করা হয়। সোমবার (১২ জুলাই) মৎস্য বিভাগের অভিযানে ভ্রাম্যমাণ আদালত এ শাস্তি দেন। বাঁশখালী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাসকিয়া এ তথ্য জানান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান চৌধুরী। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। ইউএনও সাইদুজ্জামান চৌধুরী বলেন, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। তা অমান্য করায় দুটি ট্রলার মালিককে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা ৭৫ মণ মাছ নিলামে ২ লাখ টাকা বিক্রি করা হয় বলেও জানান তিনি।
সূত্র : দৈনিক অধিকার