রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৬
প্রকাশিত : ১২ জুলাই ২০২১
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৮,০৬৮ পিস ইয়াবা, ১০০ গ্রাম ৩৩৩ পুরিয়া হেরোইন, ২ কেজি ১০৫ গ্রাম গাঁজা ও ২২০ বোতল ইস্কোপ জব্দ করা হয়।
রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা হয়েছে।