মৌলভীবাজারে এমআর ক্যাম্পেইন-২০২০ অনুষ্ঠিত
প্রকাশিত : ১১ মার্চ ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত হাম-রুবেলা ( এমআর) টিকাদান বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে ইপিআই ভবনে আজ ১১ মার্চ সকালে। নবাগত সিভিল সার্জন ডাঃ তউহীদ আহমদ এর সভাপতিত্বে ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার
অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সরোয়ার আলম, উপজেলা স্বাস্থ্য প,প, কর্মকর্তা ডাঃ বিমেন্দু ভৌমিক, ডাঃ রোকশানা ওয়াহিদ রাহি, মোঃ সামছুর রহমান, দীলিপ কুমার ধর, দীপংকর ভট্রাচার্জ, ডাঃ মীর্জা ফজলে এলাহী ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মশাহিদ আহমদসহ জেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, হাম এবং রুবেলা ভাইরাসজনিত দুটি মারান্তক রোগ। আক্রান্ত রোগীর হাঁচি-কাশির মাধ্যমে তার সংস্পর্শে আমা অন্যদের মধ্যে অতি দ্রুত ছড়ায়। রোগ এবং জটিলতার হাত থেকে বাঁচার সর্বোৎকৃষ্ট উপায় হলো সঠিক সময়ে শিশুকে হাম-রুবেলার টিকা দিয়ে সুরক্ষিত করা। ৯মাস থেকে শুরু করে ১০বছরের সকল শিশু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নিয়মিত ও স্থায়ী ও অতিরিক্ত টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টিকা দিতে পারবে।