ভাসানচর থেকে পালানো ১৮ রোহিঙ্গা আটক
প্রকাশিত : ১১ জুলাই ২০২১
ভাসানচর থেকে পালিয়ে আসা ১৮ জন রোহিঙ্গাকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার অর্থনৈতিক অঞ্চল থেকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। রোববার (১১ জুলাই) সকালে তাদের আটক করা হয়েছে। জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ১৮ জনের মধ্যে ৪ জন পুরুষ, ৭ জন মহিলা ও ৭ জন শিশু। তিনি বলেন, আটক রোহিঙ্গারা নোয়াখালীর ভাসানচর থেকে ট্রলার রিজার্ভ করে মিরসরাইয়ের অর্থনৈতিক জোন এলাকায় এসে নামেন। সেখান থেকে তাদের টেকনাফের কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার কথা ছিল। পরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে তাদের আটক করে থানায় আনা হয়েছে।
তারা কার সহযোগিতায় ভাসানচর থেকে পালিয়েছেন তা জানার চেষ্টা করা হচ্ছে। আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন ওসি হেলাল উদ্দিন ফারুকী। এর আগে ২২ জুন ভাসানচর থেকে পালানোর সময় জোরারগঞ্জের অর্থনৈতিক জোন থেকে ১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছিল। এছাড়া ৩০ মে ভাসানচর থেকে পালানোর সময় জোরারগঞ্জের অর্থনৈতিক জোন থেকে শিশুসহ ১০ রোহিঙ্গা ও ৩ দালালকে আটক করেছিল জোরারগঞ্জ থানা পুলিশ।